Header Ads

Header ADS

বিষাক্ত গনিত জীবন




তখন সম্ভবত ক্লাস থ্রি বা ফোরে পড়ি।ঠিক মনে নাই। এতটুকু মনে আছে যে হেড স্যারের রুমের পাশের রুমে ক্লাস করতাম।তখন বাসায় বসে একদিন আবিস্কার করলাম যে, ৫ হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে যে কোন বিজোড় সংখ্যা দিয়ে গুন করলে যে সংখ্যা পাওয়া যায় সেটার শেষে সবসময় ৫ থাকে!!! 

.
ব্যাপারটা আমার কাছে তখন অনেক বড় ছিল।নামতা পড়ার সময় এত কিছু খেয়াল করি নাই।খালি মুখস্ত করছিলাম।এখনও মনে আছে এই জিনিসটা বোঝার পর সেই দিন এক থেকে একশ পর্যন্ত যত গুলা বিজোড় সংখ্যা আছে সবগুলার সাথে ৫গুন করে পরীক্ষা করে দেখছিলাম 
পরেরদিন স্কুলে নিয়ে জিনিসটা যখন আরও ২/৩ জন কে দেখাইলাম তখন একজন কি বুঝলো কে জানে দেখি হা করে মুখের দিয়ে তাকায়া আছে।আরেকজন কে দেখাইতেই একটা গালি দিয়া কইল "বাদ দে তো।আয় কলম খেলি"। 
.
তারপর আমার সেই যুগান্তকারী আবিস্কার মানুষরে দেখানোর ইচ্ছা সেখানেই শেষ হইয়া গেল। তারপর অনেকদিন জিনিসটা আমার মনে ভিতরেই ছিল।বাইরে আর প্রকাশ পায় নাই। ক্লাস এইটে থাকতে যখন "আমি তপু" বইটা পড়তেছিলাম তখন দেখি খালি আমিই না, জাফর ইকবাল স্যারও এইটা অনেক আগেই আবিস্কার করছে  তখন আমার কাছে এত সস্তা ইন্টারনেট ছিল না যে সার্চ দিয়ে দেখবো এইটা আর কে কে আবিস্কার করছে।
.
আজকে অনেকদিন পর জিনিসটা মনে পড়ল।কিন্তু এখন আর জানার ইচ্ছা করতেছে না।কিছু জানার বাসনা অতৃপ্তই থাক। 
.
নাইনে থাকতে Pinak এর কল্যানে বেশ কিছু বই পড়া হইছিল। নাইনের সেকেণ্ড টার্ম পরীক্ষার সপ্তাহখানেক আগে হুমায়ন আহমেদ এর সেই মোটা সাইন্স ফিকশনটা বাসায় নিয়ে গেছিলাম লাইব্রেরি থেকে। বাবা সেইদিন প্রচুর বকাবকি করছিল। বলছিল, "এইবার তুই ফেল করবি।তারপর আর পড়াশুনা করা লাগবে না। অফিসের পিওনটার চাকরি চলে গেছে।ঐটা তুই করবি।মাসে মাসে টাকা যাওয়ার বদলে তাও কিছু ঘরে আসবে"।
.
কিন্তু এখনও আমি বহাল তবিয়তে পড়শুনা করে যাচ্ছি। মানে ফেল করি নাই আরকি  [তবে ভবিষ্যতে করার সম্ভাবনা আছে  ] 'ফিহা সমীকরণ' আর 'শূন্য' এই দুইটা বই ঐ সময় মনে ভাল দাগ কাটছিল। বই দুইটার কারণে 'অসীম' সম্পর্কে মোটামুটি একটা ধারণা হইছিল। নিজে নিজে চিন্তা করে বের করছিলাম সংখ্যারেখা বোধহয় বৃত্তাকার! শূন্য থেকে শুরু হয়ে অসীমে গিয়ে আবার কোনভাবে মাইনাস হয়ে শূন্যতে ফেরত আসছে  আসলে ঐসময় ঋণাত্নক অসীম বলতে যে কিছু থাকতে পারে সেইটা আমার ধারণার বাইরেই ছিল।পরে জানছি। জটিল সংখ্যা যে এইটার উপর লম্ব সেটা জানতে পারছি আরও পরে। মনে হয় ইন্টার ফার্স্ট ইয়ারের শুরুর দিকে। এখন যতটুকু বুঝতে পারতেছি তাতে আমার ডুগডুগি বাজানো যদি ঠিক হয় তাইলে এখানে আরেকটা লম্ব রেখা আছে, যেটা আমি এখনও ধরতে পারতেছি না। হয়ত ভবিষ্যৎ এখানে কথা বলবে।  
এত কিছুর পরও মনে হয় #আমার_গনিত_জীবন_বড়ই_বিষাক্ত ।

No comments

Theme images by RBFried. Powered by Blogger.