Header Ads

Header ADS

পাস্ট

ছেলেটা ২৩ তারিখ সকালে মাধপুর বাসস্ট্যান্ডে পাবনার বাসের জন্য ওয়েট করতে করতে আশেপাশের পরিবেশ দেখতেছিল।তখন এক সুন্দরী ফাইল হাতে কোমড় দোলাইয়া এসে সিএনজিওয়ালাকে জিজ্ঞেস করল,"পাস্টে যাবেন"?
ছেলের রিঅ্যাকশনঃ নিশ্চই মেয়ের মাথায় সমস্যা আছে।নয়ত সিএনজি করে পাস্টে ক্যামনে যাবে?আজব তোহ! 
সিএনজিওয়লার উত্তর : যাব।
মেয়ে : কত ?
সিএনজিওয়লা : ৩০০ পড়বে।
ছেলের রিঅ্যাকশন : আচ্ছা আমি সকালে উল্টাপাল্টা কিছু খাইছিলাম নাকি। এইসব কি শুনতেছি।পাস্টে যাবে! সিএনজি করে! তাও আবার ৩০০ টাকায় ক্যামনে সম্ভব।বিজ্ঞানীরা চুল ছিড়ে ফেলতেছে।GUT কমপ্লিট না।আর সিএনজিওয়ালা টাইম মেশিন বানায়া ফেলছে।৩০০ টাকায় টাইম ট্রাভেল করবে!!!  আচ্ছা ,আজকে কয় তারিখ ? আমি এখানে আসার সময় টানেলিং হয় নাই তো!!!প্যারালাল ইউনিভার্স।অন্য সময় ?অন্য দুনিয়া ?
মেয়েটা কিছুক্ষণ ভাড়া নিয়ে মূলামুলী করে এক বান্ধবীকে নিয়ে সিএনজিতে উঠে গেল।
ছেলেটার তখন বোধদয় হইল, যেভাবেই হোক সিএনজিওয়লাকে যেভাবেই হোক থামাইতে হবে।ছাড়া যাবে না।পাস্টে যাওয়ার রহস্য কি!কিন্তু ছেলেটা কাছে যাওয়ার আগেই সে সিএনজি চালু করে পাস্টের দিকে যাওয়া শুরু করল।
.
.
তখনই তার মনে পড়ল, আরে 'পাস্ট' মানে তো past না।'পাস্ট' মানে হইল PUST; Pabna University of Science and Technology 

No comments

Theme images by RBFried. Powered by Blogger.